আজকাল ওয়েবডেস্ক: রুটি খেতে কে না ভালবাসেন? এবার ভাইরাল সবচেয়ে বড় রুটি। রুটির সাইজ শুনবেন কত? শুনলে আপনার চোখও গোল হয়ে যাবে। প্রায় ১২ ফুট লম্বা সে রুটি। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। প্রায় ৫৭ মিলিয়ন ভিউ হয়েছে ভিডিওটি।
জানা গিয়েছে, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিও পোস্ট করা হয়। মাত্র আধ ঘন্টার ব্যবধানে ৫৯ মিলিয়নে পৌঁছেছে সেটি। কয়েক সেকেন্ডের সেই রিল প্রকাশ্যে আসার পরই হাসির রোল সোশ্যাল মিডিয়াজুড়ে। একজন কমেন্ট করেছেন, ওই রুটির যা সাইজ হয়েছে তার ভেতরে ঢুকে ঠাণ্ডার সময়ে লোকে গরম হতে পারবেন। কেউ আবার এই নিয়ে নিজের বাড়ির কথাও তুলেছেন। বলেছেন, মায়েরা অনেকসময় একগাদা রুটি বানিয়ে দিলেও বাচ্চারা খেতে চায় না। কিন্তু সেক্ষেত্রে এরপর মায়েরা এই ধরণের একটা রুটি দিয়ে খেতে বললেই ব্যাস বাচ্চাদের মুখ বন্ধ। একজন আবার বলেছেন, এই রকম রুটি একটা বানালে সারা সপ্তাহ ধরে খেতে হবে।
এর আগে, গিনেস বুক অব ওয়ার্ল্ডে ১০ ফুট বাই ১০ ফুট লম্বা রুটি বানানো হয়েছিল। সেবার সেটি গণপতি সার্ভাজানিক মহোৎসবে বানানো হয়েছিল। রুটিটির ওজন ছিল প্রায় ১৪৫ কেজি। কিছু মিডিয়া জানিয়েছে, কৈলাশ শনি নামে রাজস্থানের এক বাসিন্দা ২০২৩ সালের অক্টোবর নভেম্বরে বিশ্বের সবচেয়ে বড়ো রুটি বানিয়েছিলেন। সেই রুটির ওজন ছিল প্রায় ২০৭ কেজি। এরপর সবচেয়ে বড়ো দৈর্ঘ্যের রুটি বানানো হল এখানে।
